৩৩ বছর পর দুজনের মৃত্যুদণ্ড

ডাকাতিতে বাধা দেওয়ায় গৃহস্থকে খুন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩০ জানুয়ারি, ২০২৪ at ৮:৫০ পূর্বাহ্ণ

আনোয়ারায় ৩৩ বছর আগে সংঘটিত ডাকাতিতে বাধা দেওয়ায় গৃহস্থকে খুনের দায়ে দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাদের ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। গতকাল চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. হালিম উল্লাহ চৌধুরী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন আনোয়ারার গহিরার হাড়ি পাড়ার ছৈয়দ আহমদের ছেলে মো. উসমান ও মো. বক্সের ছেলে মো. নুরুচ্ছফা।

ট্রাইব্যুনালের পিপি অশোক দাশ আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ৯ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন। দণ্ডপ্রাপ্ত দুই আসামি এজলাস কক্ষে হাজির না থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে। ট্রাইব্যুনালসূত্র জানায়, ১৯৯১ সালের ২৪ জুন রাত তিনটায় আনোয়ারা থানাধীন গহিরা হাড়ি পাড়া এলাকার আজিজুর রহমানের ঘরে ডাকাতি করতে প্রবেশ করেন দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি। এ কাজে তাদের বাধা দেন গৃহস্থ আজিজুর রহমান। এতে ক্ষুব্ধ হয়ে দুই ব্যক্তি আজিজুরের বুকে ছুরি চালিয়ে গুরুতর আহত করেন। একপর্যায়ে আজিজুর মারা যান। ওই সময় এলাকার লোকজন ধাওয়া করে উসমানকে আটক করলেও পালিয়ে যেতে সক্ষম হয় নুরুচ্ছফা। এ ঘটনায় আজিজুরের ছোট ভাই আবদুল নবী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা তদন্ত শেষে একই বছরের ৯ অক্টোবর দুই অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। এরই ধারাবাহিকতায় ১৯৯৩ সালের ১০ জুলাই তাদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধস্ত্রী চলে যাওয়ার হতাশায় ‘আত্মহত্যা’
পরবর্তী নিবন্ধদ্রুত বিচার আইন স্থায়ী হচ্ছে