জরুরি সেবা ৩৩৩ নম্বরে ফোন দিয়ে নিজের বিয়ে নিজেই বন্ধ করেছেন রাহেনা আক্তার (১৫) নামে এক কিশোরী। তার এমন সাহসিকতাকে অভিনন্দন জানিয়েছে প্রশাসন, শিক্ষক, সহপাঠিসহ সচেতন মহল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফটিকছড়ির ভূজপুর থানার আজিম নগর গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার তার বিয়ে হওয়ার কথা ছিল। জানা যায়, ওই কিশোরীর নিজ বাড়ি সীতাকুণ্ডে। সে সীতাকুণ্ডের ছিনমূল বঙ্গমাতা ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী। গত ৪-৫ দিন আগে বাবার মাধ্যমে জানতে পারে তার বিয়ে ঠিক হয়েছে। বাবা তার (কিশোরীর) অমতে বিয়ে দেয়ার জন্য নানার বাড়ি ফটিকছড়িতে নিয়ে আসে। উপায় না দেখে, বিয়ে ঠেকাতে কিশোরী জাতীয় জরুরি সেবায় ফোন দিয়ে সহযোগিতা চায়। জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার ও ভূজপুর থানার অফিসার ইনচার্জ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিয়েটি বন্ধ করে দেয়।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসান বলেন, মুঠোফোনে জানতে পারি যে এক কিশোরীকে জোর করে বিয়ে দেয়া হচ্ছে। আমরা সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে বিয়েটি বন্ধ করেছি। উভয় পরিবারকে বাল্যবিবাহের ব্যাপারে বুঝিয়েছি। এ ব্যাপারে কিশোরীর বাবার মুচলেকা নেয়া হয়েছে।