বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা জেলে পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারের মাঝে ঢেউটিন, কম্বল ও খাদ্য সামগ্রী প্রদান করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। গতকাল শুক্রবার দুপুরে এসব সহায়তা সামগ্রী প্রদানকালে উপস্থিত ছিলেন পরিষদের বাঁশখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক লায়ন মুনমুন দত্ত মুন্না। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শিক্ষক অমৃত কারণ, শংকর ঘোষ, সজল তালুকদার, সৈকত আচার্য্য, নন্দন শীল, শিক্ষক দোলন শীল, মিহির কান্তি দেব, রিপন ভট্টাচার্য্য, সলিল দে, মিনু দাশ, ঝুন্টু সেন, বিপ্লব দেব, শিব শংকর দাশ, মিশু দেব, সরুপানন্দ দাশ, রতন কান্তি দাশ, কৃষিবিদ সুজন দাশ, স্বপন দে ও রনধীর বড়ুয়া প্রমুখ। এসময় সহায়তা সামগ্রী হিসেবে প্রতি পরিবারের মাঝে ঢেউটিন, কম্বল, চাল, ডাল, তেল ও সাবান প্রদান করা হয়।