বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের তত্ত্বাবধানে মহানগরীর ৩২০ বীর মুক্তিযোদ্ধা পরিবারের নিকট ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। সিএমপি’র প্রত্যেক থানার অফিসার ইনচার্জের (ওসি) মাধ্যমে বাসায় গিয়ে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়। সুষ্ঠু ও শৃঙ্খলার মাধ্যমে প্রত্যেক বীর মুক্তিযোদ্ধার বাসায় বাসায় উপহার সামগ্রী পৌঁছে দেয়ায় মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ সিএমপি কমিশনারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের এসময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় দেশে করোনার বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে। আমরা সকলে সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চললে দেশবাসী করোনা থেকে রক্ষা পাবে। প্রেস বিজ্ঞপ্তি।