৩২নং আন্দরকিল্লা ওয়ার্ডে সমপ্রীতি সভা

আজাদী প্রতিবেদন | রবিবার , ২ অক্টোবর, ২০২২ at ১০:৫১ পূর্বাহ্ণ

শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ডে সমাজের নানান শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে সমপ্রীতি সভা গত শুক্রবার অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ১০১ বিশিষ্ট কমিটি করা হয়েছে। ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী এই আলোচনা সভার আয়োজন করেন। এতে উপস্থিত ছিলেন আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইকবাল হাসান, সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন, ১৬, ২০, ৩২নং সংরক্ষিত ৭ মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, কোতোয়ালি থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি লিটন দাশ, সাধারণ সম্পাদক তারণ দাশ পলয়, ১নং, ২নং, ৩নং ইউনিট আওয়ামী লীগ এর সভাপতি ও সাঃ সম্পাদক, ওয়ার্ডের ১০ টি পূজা কমিটির নেতৃবৃন্দ ও ইমাম মোজেম সহ আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে ধারণ করে আবহমান কাল থেকে এই ভূ-খন্ডে হিন্দু-মুসলামন-বৌদ্ধ-খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ পাশাপাশি মিলেমিশে বসবাস করছেন। মাঝে মাঝে সামপ্রদায়িক অপশক্তি বাংলাদেশের সমপ্রীতিকে নষ্ট করতে ষড়যন্ত্র করে। তারা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে চক্রান্ত করে, বিরোধ ছড়াতে চায়। কোনো অপশক্তির ঠাঁই মুক্তিযুদ্ধের বাংলাদেশে হবে না। আমরা সবাই মিলে সবসময়ের মত একযোগে মিলেমিশে থাকবো।

পূর্ববর্তী নিবন্ধসেপ্টেম্বরে দেশে ৩৫৯৫ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১৭
পরবর্তী নিবন্ধসর্বোত্তম আদর্শের মূর্ত প্রতীক মহানবী হযরত মুহাম্মদ (দ.)