৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির এ ইউনিট কমিটির কর্মীসভা

| শুক্রবার , ১৭ অক্টোবর, ২০২৫ at ১০:১০ পূর্বাহ্ণ

বিএনপি ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ডের আওতাধীন ‘এ’ ইউনিটের নতুন কমিটি গঠন উপলক্ষে এক কর্মীসভা শনিবার (১১ অক্টোবর) বিকাল ৪টায় চট্টগ্রাম নগরীর কদম মোবারক উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন আলী নুরের সভাপতিত্বে এবং সদস্য সচিব ওসমান গণির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হারুন জামান। প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমেদ উল আলম চৌধুরী রাসেল।

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মোহাম্মদ খোরশেদুল আলম, মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ নুরুল আলম এবং ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কলিম উদ্দীন চৌধুরী প্রমুখ। আলোচনা সভা শেষে ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির আওতাধীন এ ইউনিটের ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর চাহরাম শরীফ
পরবর্তী নিবন্ধসাউদার্ন মেডিকেল কলেজে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে সেমিনার