৩১ দফা বাস্তবায়নে আনোয়ারায় বিএনপির জনসমাবেশ

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ৬ জানুয়ারি, ২০২৫ at ৮:৪২ পূর্বাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে আনোয়ারায় জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার বটতলী এস এম আউলিয়া (রহ.) উচ্চ বিদ্যালয় মাঠে বটতলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।

বটতলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সমাজ কল্যাণ সম্পাদক আবুল কালাম আবু। উপজেলা বিএনপির সদস্য ইলিয়াছ করিম মিঠু ও উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সামসুল হুদা ফাহিমের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বটতলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম ইয়াহিয়া করিম টিপু, উপজেলা বিএনপির সদস্য এস এম কামরুল ইসলাম, শাহ্‌ মোহসেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম সাহাবউদ্দীন, মাস্টার নাসির, জহির মেম্বার, জাফর মেম্বার, সাহাব উদ্দিন, ওয়াহিদ উদ্দিন, কাজী নাসির, একে খান, মো. ইলিয়াস প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় ইটভাটায় জরিমানা, বিপুল পলিথিন জব্দ
পরবর্তী নিবন্ধটেকনাফে ২ লাখ ৩০ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক