৩১ দফার আলোকে মেধাবী প্রজন্ম গড়তে মেধাবৃত্তি পরীক্ষা ১৮ অক্টোবর

| সোমবার , ২২ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৩০ পূর্বাহ্ণ

তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র’ ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫’ আয়োজনের ঘোষণা দিয়েছে। আলোকিত মেধাবী প্রজন্ম গড়ার প্রত্যয়ে এই পরীক্ষাটি মূলত সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রণীত দলটির ৩১ দফা কর্মসূচির আলোকে আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে চট্টগ্রাম মহানগরীর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়সহ সকল শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। পরবর্তীতে এটি সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা আছে। সংগঠনের চেয়ারম্যান আলমগীর নূর জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বাংলাদেশী জাতীয়তাবাদ এবং উদার গণতান্ত্রিক মূল্যবোধের ওপর ভিত্তি করে একটি প্রগতিশীল প্রজন্ম তৈরি করা।

পরীক্ষার প্রশ্নপত্রে থাকবে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা, বিএনপি ঘোষিত ১৮০ দিনের শিক্ষা ব্যবস্থা পরিকল্পনা-, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং সামপ্রতিক দেশীয় ও আন্তর্জাতিক ঘটনাবলী। এছাড়াও, শিক্ষার্থীদের নিজ নিজ পাঠ্যবই এবং সামাজিক ও নৈতিক শিক্ষার ওপরও প্রশ্ন থাকবে। বিস্তারিত তথ্য খুব শীঘ্রই সংগঠনের অফিসিয়াল ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হবে। পুরস্কার হিসাবে নগদ টাকাসহ শিক্ষাসামগ্রী, সনদ দেয়া হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি নেতা শামসুল আলমের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধটেরীবাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মোঃ ইদ্রিসের ইন্তেকাল