৩১ ডিসেম্বর পর্যন্ত সেন্টমার্টিন যাওয়ার সব টিকেট অগ্রিম বিক্রি

পর্যটকদের ভিড়

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ১৫ ডিসেম্বর, ২০২৫ at ১০:৪৬ পূর্বাহ্ণ

প্রবাল দ্বীপ সেন্টমার্টিন বেড়াতে পর্যটকদের হিড়িক পড়েছে। গত ১ ডিসেম্বর জাহাজ চলাচল শুরুর পর থেকে প্রতিদিন এই দ্বীপে বেড়াতে পর্যটকরা ভিড় করছে। এরই অংশ হিসেবে আজ থেকে আগামী আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব টিকেট অগ্রিম বিক্রি হয়ে গেছে। অর্থাৎ সরকারের নির্ধারিত দৈনিক দুই হাজার যাত্রীর অনুপাতে কক্সবাজারসেন্ট মার্টিন রুটে চলাচলকারী জাহাজগুলোর প্রায় সব টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে। সেন্টমার্টিন ট্রাভেল পাস নিবন্ধনের সরকারি ওয়েবসাইট ট্রাভেস পাস (www.travelpass.gov.bd) ও জাহাজ সংগঠন সূত্রে এই তথ্য জানা গেছে।

অন্যদিকে ডিসেম্বর টিকেট না পেলেও হাল ছাড়ছে না পর্যটকরা। জানুয়ারিতে সেন্টমার্টিন বেড়াতে যেতেও মরিয়া হয়ে গেছে। এর অংশ হিসেবে সরকারি সুযোগ মতে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত ৫০ শতাংশ টিকিটও বিক্রি শেষ হয়েছে। সব মিলিয়ে ডিসেম্বর পর্যন্ত প্রায় ৩০ হাজার এবং জানুয়ারির জন্য আরো অন্তত ১০ হাজার টিকেট অগ্রিম বিক্রি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর জানান, জাহাজ চলাচল শুরুর প্রথম দুই সপ্তাহে পর্যটকদের চাপ কম ছিল। কিন্তু ১০ ডিসেম্বরের পর থেকে চাপ বেশ বেড়েছে। এছাড়া বিজয় দিবসসহ সরকারি ছুটি থাকায় তৃতীয় সপ্তাহে পর্যটকদের ব্যাপকভাবে চাপ বেড়েছে।

পূর্ববর্তী নিবন্ধএপিক হেলথ কেয়ার লিমিটেড ও সিনিয়র সিটিজেন ক্লাবের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর
পরবর্তী নিবন্ধতাহমিদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার