সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ ধরার অপরাধে ৩১ জন জেলেকে আটক করা হয়েছে। এ সময় প্রত্যেক জেলেকে ৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অভিযানে ইলিশসহ ২০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।
গতকাল বুধবার ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৪’ বাস্তবায়নে উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর, বাংলাদেশ কোস্ট গার্ড, কুমিরা নৌ–পুলিশের যৌথ উদ্যোগে সন্দ্বীপ চ্যানেলের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। জব্দকৃত মাছ ১১টি এতিমখানায় বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার কে. এম. রফিকুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, কুমিরা নৌ–পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর, কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোস্তফা আহমেদ ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা।