শ্রীলংকার ৩৯৭ রানের জবাবে ব্যাটিংটা ভালোই করছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ৩১৮ রান।
তামিমের সেঞ্চুরির পর হাফ সেঞ্চুরি করেছেন মুশফিক এবং লিটন দাশ। তামিম ১৩৩ রান করে ইনজুরির কারণে অবসরে গেছেন। সুস্থ হয়ে তিনি ফিরবেন ব্যাটিংয়ে। তার অনুপস্থিতিতে দারুন ব্যাটিং করেছেন মুশফিক এবং লিটন।
দুজনেই তুলে নিয়েছে হাফ সেঞ্চুরি। মুশফিক ৫৩ এবং লিটন দাশ ৫৪ রানে অপরাজিত আছেন। আগামীকাল এদুজন আবার ব্যাটিংয়ে নামবেন। যদিও শ্রীলংকার প্রথম ইনিংসের চাইতে এখনো ৭৯ রানে পিছিয়ে বাংলাদেশ।