৩০ হাজার দর্শক গ্যালারিতে বসে দেখবে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১২ ডিসেম্বর, ২০২০ at ১১:৩০ পূর্বাহ্ণ

করোনাভাইরাসকে ধীরে ধীরে জয় করার দিকেই যেন এগিয়ে চলেছে অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে সিরিজের শুরু থেকেই দর্শকদের মাঠে বসে খেলার দেখার অনুমতি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যদিও সেটা সীমিত পরিসরে। এবার টেস্ট সিরিজেও এই দুই দেশের লড়াই দেখার জন্য আরও বেশি সংখ্যক দর্শকদের সুযোগ দিতে যাচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়া।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বঙিং ডে টেস্টে প্রতিদিন ৩০ হাজার দর্শককে গ্যালারিতে প্রবেশের অনুমতি দিতে চলেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে টুইট করে জানানো হয়, এমসিজিতে আমরা আরও বেশি ক্রিকেট ফ্যানকে মাঠে ঢোকাতে সক্ষম হব। সুতরাং এটা ভিক্টোরিয়ানদের কাছে অত্যন্ত চ্যালেঞ্জিং বছর।
সাধারণত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের গ্যালারিতে দর্শকাসন রয়েছে প্রায় ১ লাখ। ভারত-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্টে অ্যাডিলেড ওভালে মাঠের ক্যাপাসিটি অনুযায়ী ৫০ শতাংশ দর্শক ঢুকতে পারবে। আর শেষ টেস্টে ব্রিসবেনের গ্যাবায় স্টেডিয়ামের ক্যাপাসিটির ৭৫ শতাংশ দর্শক মাঠে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশ সাতবাড়িয়া আন্তঃ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধসিসিএল-এমজিআই স্নুকার বিলিয়ার্ড এন্ড পুল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ