৩০ লাখের বেশি করদাতা ই-রিটার্ন দাখিল করেছে

| বৃহস্পতিবার , ১ জানুয়ারি, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

চলতি কর বছরে আজ পর্যন্ত ৩০ লাখের বেশি করদাতা ইরিটার্ন দাখিল করেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে গত মঙ্গলবার এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি কর বছরে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩০ লাখের বেশি করদাতা ইরিটার্ন দাখিল করেছেন। খবর বাসসের।

এনবিআর এক বিশেষ আদেশের মাধ্যমে এ বছর ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি কর্তৃক রিটার্ন দাখিল এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকগণ ছাড়া সকল ব্যক্তি শ্রেণির করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ কর্তৃক ২০২৫২৬ কর বছরের জন্য অনলাইনে ইরিটার্ন দাখিল কার্যক্রম উদ্বোধন করেন।

এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ করদাতা ইরিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করেছেন এবং ৩০ লাখের বেশি করদাতা ২০২৫২৬ কর বছরের ইরিটার্ন দাখিল করেছেন। লক্ষণীয় যে, যাদের জন্য ইরিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়নি, তারাও অনলাইনে ইরিটার্ন দাখিল করছেন। গত আগস্ট মাসে ২ লাখ ৫১ হাজার ৭৮৪ জন, সেপ্টেম্বর মাসে ৩ লাখ ১ হাজার ৩০২ জন, অক্টোবর মাসে ৪ লাখ ৫৪ হাজার ৭৬ জন, নভেম্বর মাসে ১০ লাখ ৪০ হাজার ৪৭২ জন এবং ডিসেম্বর মাসে অদ্যাবধি প্রায় ১০ লাখ করদাতা ইরিটার্ন দাখিল করেছেন। গত বছর একই সময়ে ১০ লাখ ২ হাজার ২৯৮ জন করদাতা ইরিটার্ন দাখিল করেছিলেন। করদাতাগণের সুবিধার জন্য সরকার ইতোমধ্যে রিটার্ন দাখিলের তারিখ ৩১ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করেছে। বর্ধিত সময়ের মধ্যে এ বছর ৪০ লাখের বেশি করদাতা ইরিটার্ন দাখিল করবেন মর্মে জাতীয় রাজস্ব বোর্ড আশাবাদী।

পূর্ববর্তী নিবন্ধউত্তর গোবিন্দারখীল প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধসারজিসের হাতে আছে ৩ লাখ টাকা, নেই বাড়ি-গাড়ি