চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আব্দুর রব ও শাহজালাল হলে তল্লাশি চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি। এ সময় ৩০টি রামদা, ১৮টি মদের বোতল, ৫টি হেলমেটসহ রড ও স্টাম্প উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চবি প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে চবি প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, এখন পর্যন্ত আমরা আব্দুর রব ও শাহজালাল হলে তল্লাশি করে বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করেছি। এছাড়া কয়েকটি হেলমেটসহ রড–স্টাম্প উদ্ধার করা হয়েছে। অভিযান পরিচালনা করার মূল কারণ হচ্ছে, আমরা আগামী ৬ তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস চালু করার সিদ্ধান্ত নিয়েছি। এ জন্য হলগুলো শিক্ষার্থীদের জন্য উপযুক্ত করতে আমরা কাজ করে যাচ্ছি।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় আগামী ৬ অক্টোবর থেকে সশরীরে ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ৩ অক্টোবর আসন বরাদ্দ দেয়া হবে এবং ৫ অক্টোবর থেকে শিক্ষার্থীরা হলে উঠতে পারবে। জানা যায়, গত সাত বছর ধরে চবির হলে আসন বরাদ্দ দিতে পারেনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনেকবার হলে আসন বরাদ্দ দেওয়ার উদ্যোগ নিলেও ছাত্রলীগের বগিভিত্তিক ঝামেলার কারণে সম্ভব হয়নি। ৫ আগস্ট সরকার পতনের পর বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব নিয়েছে নতুন প্রশাসন। বর্তমান প্রশাসন হলে মেধার ভিত্তিতে সিট বণ্টন করে শ্রেণি কার্যক্রম শুরু করতে চাচ্ছেন বলে জানিয়েছেন প্রক্টর ড. তানভীর মো. হায়দার আরিফ।