৩০ বছর পলাতক থাকার পর অবশেষে গ্রেপ্তার হলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হত্যা মামলার এক আসামি। গত রোববার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে রাউজান থানা পুলিশ। গতকাল সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার আসামির নাম আবু তাহের। তিনি দক্ষিণ রাউজানের সামমাহালদার পাড়া এলাকার ছৈয়দ আহমদের ছেলে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুল ইসলাম।
থানা সূত্রে জানা যায়, ১৯৯৬ সালের ২৭ এপ্রিল নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন গ্রামের এমদাদুল হক ওরফে খোকনকে নিজ বসতঘর থেকে জোরপূর্বক বের করে গুলি করে হত্যা করার ঘটনায় ভিকটিমের মা হালিমা বেগম বাদী হয়ে আবু তাহেরকে ১ নম্বর আসামি করে মামলা করেছিলেন। ওই মামলায় আসামি করা হয় ১৫ জনকে। মামলার তদন্ত শেষে ১৯৯৭ সালের রাউজান থানা পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচার শেষে চট্টগ্রামে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালত আবু তাহেরকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৪ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন। ঘটনার পর থেকে আবু তাহের পলাতক ছিলেন। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে তিনি বাড়ি এসে বসবাস শুরু করেন। বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। সর্বশেষ তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হলেন।











