৩০ বছরেও কাটানো যায়নি যেই ক্ষতি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৯ এপ্রিল, ২০২১ at ৬:৪৮ পূর্বাহ্ণ

বৃহত্তর চট্টগ্রামের উপকূল জুড়ে ৩০ বছর আগে বয়ে গিয়েছিল প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ‘ম্যারি এন’। উপকূলীয় অন্যান্য অঞ্চলের মত সেদিন হাজার হাজার মানুষ মারা গিয়েছিল সন্দ্বীপে। চট্টগ্রামের এই দ্বীপ উপজেলার রহমতপুর হরিশপুর কালাপানিয়া ইউনিয়নে সেদিন ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এই ঘূর্ণিঝড়ে। সেদিনের স্বজন ও সম্পদ হারানোর সেই ক্ষত এখনো কাটিয়ে উঠতে পারেনি এই উপজেলার মানুষজন। দীর্ঘদিন ধরে তারা বয়ে বেড়াচ্ছেন স্বজন হারানোর যন্ত্রণা।
সন্দ্বীপ কালাপানিয়া ইউনিয়নের বাসিন্দা সাহাব উদ্দিন (৫৫) সেই হতভাগাদের একজন। তিনি সেদিনের দুঃস্মৃতি বর্ণনা করতে গিয়ে আজাদীকে বলেন, ৯১ সালে আমাদের অনেক আত্মীয় স্বজন মারা গেছেন। নিজেদের জমির ফসল আর গবাদিপশু সেদির ভেসে গিয়েছিল। এরপর থেকে দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করছি। আজ পর্যন্ত সেই কষ্টের কাজ থেকে বের হতে পারিনি। এখনো দিনমজুরি করে সংসার চালাতে হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসেদিন ভেসে যাওয়া স্বজনদের স্মৃতি এখনো কাঁদায়
পরবর্তী নিবন্ধদ্বিতীয় ডোজ নিলেন আরও ১৩ হাজার মানুষ