৩০ প্রবীণের চোখের আলো ফেরালো মমতা

| মঙ্গলবার , ২১ নভেম্বর, ২০২৩ at ৭:৫৭ পূর্বাহ্ণ

বার্ধক্যজনিত কারণে চোখে ছানি পড়ায় দীর্ঘদিন স্পষ্টভাবে পৃথিবীর আলো দেখা থেকে বঞ্চিত ছিলেন তারা। অর্থ ব্যয় করে ছানি অপারেশন করাবেন এমন আর্থিক অবস্থাও ছিলো না তাদের। অবশেষে মানবিক দিক বিবেচনায় তাদের পাশে দাঁড়ায় মমতা। হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৩০ জন প্রবীণকে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের মাধ্যমে চোখের আলো ফিরিয়ে দিলো বেসরকারি উন্নয়ন সংস্থা মমতা। পিকেএসএফের সহায়তায় মমতা পরিচালিত প্রবীণ কর্মসূচির আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করেছে মমতা। গতকাল সোমবার নগরীর লায়ন্স চক্ষু হাসপাতালে এসব প্রবীণ ব্যক্তিদের চোখের ছানি অপারেশনের পর তাদের সার্বিক অবস্থা ও খোঁজখবর নিতে হাসপাতালে পরিদর্শনে যান মমতার উপপ্রধান নির্বাহী মো. ফারুক। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার, পরিচাল সুব্রত বড়ুয়াসহ প্রবীণ কর্মসূচির কর্মকর্তাবৃন্দ।

পরিদর্শনকালে মমতার উপপ্রধান নির্বাহী মো. ফারুক বলেন, সরকারের সহায়ক শক্তি হিসেবে সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে মমতা এবং সমাজের প্রতিটি মানুষের কল্যাণের কথা বিবেচনা করে। বিশেষত প্রবীণ জনগোষ্ঠী আমাদের সমাজের সম্পদ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে অংশগ্রহণমূলক প্রতিটি কাজে প্রবীণদের অগ্রাধিকার দিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধধর্মীয় শিক্ষা গ্রহণ করলে মানুষ কখনো নীতিভ্রষ্ট হয়না
পরবর্তী নিবন্ধচোরাগোপ্তা হামলায় প্রমাণ হয় বিএনপি-জামায়াত সন্ত্রাসী দল