ফজলে করিম ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজনীতিক ফারাজ করিম চৌধুরী প্রতিষ্ঠিত সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর ব্যবস্থাপনায় রাউজানে ৩০ দুস্থ পরিবারে এক মাসের খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। এসব সামগ্রী বিতরণ করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি মো. সাইদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুন, রাউজান পৌরসভার কাউন্সিলর জানে আলম জনি সহ সেন্ট্রাল বয়েজ অব রাউজান সদস্যবৃন্দ।