৩০ দিন পর লাইভ ভিডিও মুছে ফেলবে ফেসবুক

| রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:১২ পূর্বাহ্ণ

লাইভ ভিডিও সংরক্ষণের নীতিতে বড় পরিবর্তন এনেছে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট ফেইসবুক। ব্যবহারকারীদের লাইভ ভিডিওগুলো ফেসবুক আর অনির্দিষ্টকালের জন্য সংরক্ষণ করবে না। খবর বিডিনিউজের।

পোস্ট হওয়ার ৩০ দিন পর স্বয়ংক্রিয়ভাবে সেগুলো মুছে যাবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট টেক পোর্টাল। আগে ফেসবুকে লাইভ ভিডিও স্থায়ীভাবে সংরক্ষিত থাকত, যতক্ষণ না ব্যবহারকারী নিজে সেগুলো মুছে ফেলতেন। সেই নীতিতে এখন বড় পরিবর্তন আনলো প্ল্যাটফর্মটি। ফেসবুকের মূল কোম্পানি মেটা এক ব্লগ পোস্টে বলেছে, তাদের এ নতুন নিয়ম ১৯ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে। ১৯ তারিখের আগে পোস্ট করা বিভিন্ন লাইভ ভিডিওর মধ্যে যেগুলো ৩০ দিনের বেশি পুরোনো সেগুলোও ফেইসবুক থেকে সরিয়ে দেবে মেটা। তবে ইমেইল ও ইন অ্যাপ পপ আপের মাধ্যমে ব্যবহারকারীদের সেটা জানাবে কোম্পানিটি, যাতে নিজেদের বিভিন্ন লাইভ ভিডিও সংরক্ষণ করার ব্যবস্থা নিতে পারেন তারা। আগামী কয়েক মাসের মধ্যে পুরানো বিভিন্ন লাইভ ভিডিও মুছে ফেলবে মেটা। পুরানো কনটেন্ট ডাউনলোড বা সরিয়ে নেওয়ার জন্য ৯০ দিন সময় পাবেন ব্যবহারকারীরা। চাইলে এসব ভিডিও নিজেদের ডিভাইসে ডাউনলোডএর পাশাপাশি গুগল ড্রাইভ বা ড্রপবক্সএর মত ক্লাউড স্টোরেজেও রাখা যাবে। ব্যবহারকারীদের জন্য আরও একটি বিকল্প রেখেছে ফেসবুক। তাদের লাইভ ভিডিও রিলে রূপান্তর করে ফেলতে পারবেন। সেসব রিল ফেসবুকে শেয়ার করা যাবে এবং ব্যবহারকারীর প্রোফাইলেও দেখা যাবে। তাছাড়াও, মেটা নতুন কিছু টুলও চালু করেছে, যা লাইভ ভিডিও সংরক্ষণে ব্যবহারকারীদের সাহায্য করবে। তারজন্য নিজেদের প্রোফাইল বা পেইজের ভিডিও বা লাইভ ট্যাবে গিয়ে নির্দিষ্ট ভিডিও নির্বাচন করে ডাউনলোড ভিডিও অপশন ব্যবহার করে তা ডাউনলোড করতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীর তীরে শিশুদের পথনাটক
পরবর্তী নিবন্ধপশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি শিশু নিহত