৩০ দিন পর পণ্যবাহী কন্টেনার ছাড় শুরু

| মঙ্গলবার , ৫ জুলাই, ২০২২ at ৭:৩৫ পূর্বাহ্ণ

আগুন লেগে ভয়াবহ বিস্ফোরণে প্রায় অর্ধশত প্রাণহানির কারণ হয়ে দাঁড়ানো সীতাকুণ্ডের বিএম কন্টেনার ডিপোতে আটকে থাকা কন্টেনার ছাড় করা শুরু হয়েছে। মর্মান্তিক ওই দুর্ঘটনার এক মাস পর ওই অভ্যন্তরীণ কন্টেনার ডিপোতে থাকা অক্ষত আমদানিরপ্তানি পণ্যের চালানের মধ্যে রোববার পর্যন্ত আমদানি করা পণ্যবাহী ১২টি কন্টেনার ডিপো থেকে বেরিয়েছে। আর ওই দিন পর্যন্ত ১৬টি কন্টেনার ছাড় করার অনুমোদন পেয়েছে ডিপো কর্তৃপক্ষ। খবর বিডিনিউজের।

তবে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে অবস্থিত স্মার্ট গ্রুপের মালিকানাধীন বিএম কন্টেনার ডিপো পুরোপুরিভাবে অপারেশনাল কার্যক্রম শুরুর সরকারি অনুমতি এখনও পায়নি।

গতকাল সোমবার ডিপোর মহাব্যবস্থাপক মায়নুল আহসান খান বলেন, কাস্টমস কর্তৃপক্ষের অনুমতির প্রেক্ষিতে আমরা বিভিন্ন পণ্যের কন্টেনার ছাড় করছি। তবে নতুন কোনো পণ্যবাহী কন্টেনার সেখানে আসছে না।

পূর্ববর্তী নিবন্ধএক মাস পর দেহাবশেষ উদ্ধার
পরবর্তী নিবন্ধজাতীয় প্রেস ক্লাবে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা