৩০ জুলাই চট্টগ্রাম-১০ নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৮ জুলাই, ২০২৩ at ৫:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১০ আসনে আগামী ৩০ জুলাই উপ নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ভোট গ্রহণের দিন সেখানে (নির্বাচনী এলাকায়) সাধারণ ছুটি ঘোষণা করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক এ উপ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন অর্থাৎ আগামী ৩০ জুলাই সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব সোনিয়া হাসান গত ২৬ জুলাই এই আদেশ জারি করেন।

উল্লেখ্য, গত ২ জুন চট্টগ্রাম১০ আসনের তিনবারের সংসদ সদস্য ডা. আফছারুল আমীনের মৃত্যু হয়। ৪ জুন আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

পূর্ববর্তী নিবন্ধপরীক্ষামূলকভাবে কাল চালু হচ্ছে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র
পরবর্তী নিবন্ধঢাকায় বিএনপির মহাসমাবেশে যোগ দিবেন চট্টগ্রামের ১৫ হাজারের অধিক নেতাকর্মী