চার মাসের মধ্যে বিটিসিএলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেছেন, ‘এক মাস ২২ দিন, এর মধ্যে আমি ১০–১২টা জেলা সফর করলাম। বিটিসিএলের তৃণমূল থেকে শীর্ষ পর্যন্ত কথা বললাম। আমাদের যে টেকনোলজি তা দেখলাম। বিটিসিএলের যে মানবসম্পদ, যে প্রযুক্তি সক্ষমতা– তাকে যদি কাজে লাগাই, একসাথে যদি কাজ করি, আমার বিশ্বাস বিটিসিএলকে আমরা আগামী ৩০ জুনের মধ্যে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে পারব।’
গতকাল শনিবার চট্টগ্রাম নগরীর নন্দনকাননে বিটিসিএলের টেলিফোন ভবনে উচ্চগতির ইন্টারনেট সংযোগ সেবা ‘জিপন’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর বিডিনিউজের।
২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইন্টারনেট কানেক্টিভিটি মূল ‘ব্যাকবোন’ হবে মন্তব্য করে প্রতিমন্ত্রী পলক বলেন, ‘আর এটাকে মানুষের সুলভ মূল্যে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে বড় প্রতিষ্ঠান হবে বিটিসিএল। বিটিসিএলকে আমরা একটা স্মার্ট, লাভজনক ও দক্ষ প্রতিষ্ঠানে পরিণত করব।’
আগামী জুনের মধ্যে চট্টগ্রামে ৩০ হাজার জিপন সংযোগ নিশ্চিত করার নির্দেশনা দিয়ে তিনি বলেন, ‘চট্টগ্রাম অঞ্চলের টার্গেট আমি দিয়ে যাচ্ছি। বাংলাদেশের টার্গেট আমি এমডিকে দিছি। ৩০ জুনের মধ্যে যার যার দায়িত্ব পালন করে, সে যদি এটা এচিভ করতে পারে তার জন্য পুরস্কার আছে। আর যদি সে এই টার্গেট ফুলফিল করতে না পারে, তাহলে কিন্তু তার কপালে দুঃখ আছে।’
বিটিসিএলকে আগামীদিনে একটি স্মার্ট প্রতিষ্ঠানে পরিণত করার জন্য সময়ের সঙ্গে তাল মিলিয়ে সময়োপযোগী সিদ্ধান্ত এবং উদ্যোগগুলো গ্রহণ করা প্রয়োজন মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, ‘হাটহাজারীতে আর্থ স্টেশনের প্রাথমিক একটা সাইট নির্বাচন করা হয়েছিল। এটা আমি শুনলাম। কালকে জানতে পারলাম ইতিহাসটা। ১৫০ একর জায়গা যেটার হয়ত দাম প্রায় হাজার কোটি টাকার উপরে। এই জায়গাটা পড়ে আছে আজ ৭০ বছর ধরে। অথচ বিটিসিএল লস করেছে গত বছর ১৪৭ কোটি টাকা। তাহলে আমাকে বুঝান, মূল্যবান সম্পদ আপনি ব্যবহার করছেন না। ফেলে রেখেছেন।’