সীতাকুণ্ডের সোনাইছড়ির বিএম কন্টেনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের সময় সবাই যখন নিজের জীবন বাঁচাতে এদিক সেদিক ছুটেছিল ঠিক তখন চায়ের দোকানদার মো. হানিফ এগিয়ে গিয়েছিলেন আটকে পড়াদের বাঁচাতে।
ডিপোর দক্ষিণ পাশে হানিফের ছোট একটি চায়ের দোকান রয়েছে। তিনি বলেন, এমন ঘটনা নিজের চোখে জীবনে প্রথম দেখলাম। মানুষের সে কি আর্তনাদ! আহতরা বাঁচার আকুতি করছে। অনেকে নিজের জীবন নিয়ে ছুঁটে চলে যাচ্ছে। আমি তা দেখে চলে যেতে পারিনি। প্রায় ১৫ ফুট উঁচু দেয়াল টপকে ৩০ জনকে উদ্ধার করেছি। এত উঁচু হওয়াতে মানুষগুলোকে নামাতে বেশ কষ্ট হচ্ছিলো। তখন দৌঁড়ে বাড়িতে গিয়ে মই এনে কাজে লাগিয়েছি। সাথে আমার স্ত্রীকে নিয়ে একে একে অনেকগুলো মানুষকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।
হানিফের এমন সাহসিকতার জন্য গতকাল বুধবার বিকালে তাকে পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে। এ সময় চট্টগ্রাম পুলিশ কমিশনার ছালেহ মো. তানভীর হানিফকে নগদ দশ হাজার টাকা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম আল মামুন, সোনাইছড়ি ইউনিয়ন ৮ নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ ইয়াকুব।











