৩০ কেজির সোনালি পোপা, দাম ৫ লাখ

মহেশখালীর ফিশিং বোটে ধরা পড়ে এই মাছ

| শনিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:৪৫ পূর্বাহ্ণ

মহেশখালীতে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি সোনালি পোপা মাছ। গতকাল শুক্রবার সকালে উপজেলার হোয়ানক ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. আনোয়ার এর ফিশিং ট্রলারের ইলিশ জালে ধরা পড়েছে ৩০ কেজি ওজনের বিরল প্রজাতির এই মাছটি। ট্রলার মালিক মাছটির দাম হেঁকেছেন ৫ লাখ টাকা। ফিশিং ট্রলারের মাঝি মাহবুব আলম জানান, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ফিশিং ট্রলার ও মাঝিমাল্লারা সাগরে মাছ ধরতে যেতে না পেরে অলস জীবন কাটাচ্ছিল। গতকাল সকালে ৮ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে গিয়ে প্রথম জাল ফেলার সাথে সাথে এ মাছটি ধরা পড়ে। তারা মাছটি দেখে খুশিতে আত্মহারা হয়ে এটি নিয়ে কূলে চলে আসে।

স্থানীয়রা জানান, ৩০ কেজি ওজনের এই মাছটির বর্তমান বাজার মূল্য অনুসারে আনুমানিক ৫ থেকে ৬ লাখ টাকা হতে পারে। পুরুষ ও স্ত্রী ভেদে এ মাছটির দামে তারতম্য হতে পারে। মাছটির মালিক জানান, ইতিমধ্যে খবর পেয়ে চকরিয়া ও চট্টগ্রামের বেশ কয়েকজন মাছ ব্যবসায়ী মাছটি কেনার জন্য যোগাযোগ করছেন। মাছটি তারা ২ লাখ ১০ হাজার টাকা মূল্যায়ন করেছেন। উপযুক্ত মূল্য ও ক্রেতা না পাওয়ায় গত রাত পর্যন্ত মাছটি বেচাকেনা হয়নি বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধচেঙ্গী নদীর ভাঙন, ঝুঁকিতে পানছড়ি সড়ক
পরবর্তী নিবন্ধগাজী টায়ারসে আবার লুটপাটের পর আগুন