করোনাভাইরাসের কারণে আর্থিক সমস্যার সম্মুখিন হওয়া ৩০ জন শিক্ষার্থীকে অনুদান দিল চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) কর্তৃপক্ষ। অনুদানপ্রাপ্ত অসচ্ছল শিক্ষার্থীদের ১০ জন হলেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের, ৯ জন ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের এবং বাকিরা হলেন মৎস্যবিজ্ঞান অনুষদের। প্রতি শিক্ষার্থী মাসে ২৫০০ টাকা করে দুই মাস এই আর্থিক অনুদান পাবেন। অনুদানের টাকা শিক্ষার্থীদের নিজস্ব ব্যাংক একাউন্টে জমা হবে। আর্থিক অনুদানপ্রদানের বিষয়ে সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ বলেন, করোনাভাইরাসের কারণে অনেক শিক্ষার্থী বিশেষ করে-যারা টিউশনি করে চলত তাদের অনেকেই আর্থিক সংকটে পড়ে গিয়েছে। অর্থনৈতিকভাবে চরম দুরবস্থার মধ্যে পড়া এসব শিক্ষার্থীদের জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আশাকরি, অনুদানের টাকা পেয়ে বিশ্ববিদ্যালয়ের এই অসচ্ছল শিক্ষার্থীরা কিছুটা হলেও উপকৃত হবে। প্রেস বিজ্ঞপ্তি।