৩০০ ম্যাচের মাইলফলকে এলিস পেরি

স্পোর্টস ডেস্ক | সোমবার , ৮ জানুয়ারি, ২০২৪ at ১০:০৪ পূর্বাহ্ণ

এলিস পেরির হাত ধরে মেয়েদের ক্রিকেটের অনেক ইতিহাসের জন্ম হয়েছে। রেকর্ড আর অর্জনে সমৃদ্ধ ক্যারিয়ার। আরও একটি প্রথম এর সামনে দাঁড়িয়ে তিনি। নারী ক্রিকেটে প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে খেলেছেন তিনশ আন্তর্জাতিক ম্যাচ। তবে এই পেস বোলিং অলরাউন্ডারের দৃষ্টি আরও সুদূরে। সামনে এগিয়ে চলার পালায় পেরিয়ে যেতে চান চারশর সীমানাও। মুম্বাইয়ে রোববার ভারতের বিপক্ষে টিটোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তিনশ ম্যাচ পূর্ণ করেন পেরি। নারী ক্রিকেটে এই মাইলফলক ছুঁতে পেরেছেন আর কেবল তিন জনভারতের মিতালি রাজ, ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ড ও নিউ জিল্যান্ডের সুজি বেটস। সেই ২০০৭ সালে ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক পেরির। ছেলেমেয়ে মিলিয়ে এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার তিনি। তখন ফুটবলক্রিকেট, দুটিই খেলতেন সমান তালে। ক্রিকেটে আন্তর্জাতিক অভিষেকে সপ্তাহ দুয়েক পর আন্তর্জাতিক ফুটবলেও মাঠে নামেন অস্ট্রেলিয়ার হয়ে। ডিফেন্ডার হয়েও অভিষেক ম্যাচে গোলের দেখা পেয়ে যান হংকংয়ের বিপক্ষে। প্রথমবার বিশ্বকাপে খেলার সুযোগ পান ক্রিকেটেই। ২০০৯ ওয়ানডে বিশ্বকাপ ও টিটোয়েন্টি বিশ্বকাপে অংশ নেন তিনি। পরের বছরই প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ পান টিটোয়েন্টিতে। ফুটবলও তখন চালিয়ে যাচ্ছেন দারুণভাবেই। ২০১১ সালে জার্মানিতে ফুটবল বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলে জায়গা পান। নরওয়ের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে প্রথমবার মাঠে নামেন বিশ্বকাপে। কোয়ার্টারফাইনালে গোলও করেন সুইডেনের বিপক্ষে। একটা পর্যায়ে পেশাদার জগতের দাবি মিটিয়ে তাকে ছেড়ে দিতে হয় একটি খেলাকে। ক্রিকেটকে বেছে নিয়ে যে ভুল করেননি, তা প্রমাণ হয় ক্রমেই। অসাধারণ পারফরম্যান্সে দারুণ সব অর্জনে রাঙান নিজেকে। অস্ট্রেলিয়ার হয়ে এখনও পর্যন্ত দুটি ওয়ানডে বিশ্বকাপ ও ছয়টি টিটোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন তিনি। জিতেছেন কমনওয়েলথ গেমসের সোনা। আইসিসির বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ৩ দফায়, আইসিসির দশক সেরা (২০১১২০) ওয়ানডে ও টিটোয়েন্টি ক্রিকেটারও তিনিই, উইজডেনের লিডিং উইমেন ক্রিকেটার হয়েছেন ২ বার। উইজডেন অ্যালমানাকের বর্ষসেরা তো হয়েছেনই। অস্ট্রেলিয়ার বর্ষসেরা হয়েছেন ৩ দফায়, অ্যাশেজের প্লেয়ার অব দা সিরিজ জিতেছেন ৩ বার। এছাড়াও পরিসংখ্যানের পাতায় রেকর্ড, অর্জন তার অসংখ্য। সেখানেই এবার যোগ হচ্ছে ৩০০ ম্যাচের মাইলফলক। ৪০০ ম্যাচেও দৃষ্টি আছে কি না, এই প্রশ্নে পেরি বললেন, এভাবেই তিনি ছুটে যেতে যান আরও অনেক দূর। ‘জানি না সামনে কী অপেক্ষায় তবে সামনে এগিয়ে যাওয়ার পালায় যদি সুযোগটি আসে এবং আমি তখনও খেলে যাই, তাহলে সেটি নিয়ে (৪০০ ম্যাচ খেলার) আমি উন্মুক্তই আছি। সুনির্দিষ্ট কোনো সময় আমি ঠিক করিনি।’

পূর্ববর্তী নিবন্ধটি-টোয়েন্টি ক্রিকেটটা চালিয়ে যেতে চান ওয়ার্নার
পরবর্তী নিবন্ধপ্রকাশ্যে ধূমপান করে বিতর্কে ধোনি