৩০০ টাকার সুবিধা সব বিদেশগামীর জন্য নয়

করোনা টেস্ট ফি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৫ ডিসেম্বর, ২০২০ at ৬:০৭ পূর্বাহ্ণ

সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে বিদেশগামীদের করোনা টেস্ট ফি দেড় হাজার টাকার পরিবর্তে ৩০০ টাকা করার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নান। গত ১৭ ডিসেম্বর চট্টগ্রাম সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। তবে সিদ্ধান্তের কথা আগে জানালেও এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে গতকাল (২৪ ডিসেম্বর)। মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব ড. বিলকিস বেগমের স্বাক্ষরে এ প্রজ্ঞাপন জারি করা হয়। তবে সব বিদেশগামী নয়, কেবল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্মার্ট কার্ডধারী বিদেশ গমনেচ্ছু কর্মীদের ক্ষেত্রে করোনা টেস্ট ফি দেড় হাজার টাকার পরিবর্তে ৩০০ টাকা পুনঃনির্ধারণের কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে- বিদেশ গমনেচ্ছু যাত্রীদের কোভিড-১৯ মুক্ত সনদ প্রদানের জন্য নমুনা পরীক্ষার ইউজার ফি’র নির্ধারিত হার দেড় হাজার টাকার পরিবর্তে শুধুমাত্র প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্মার্ট কার্ডধারী বিদেশ গমনেচ্ছু কর্মীদের কোভিড-১৯ মুক্ত সনদ প্রদানের জন্য সকল সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে নমুনা পরীক্ষার ইউজার ফি ৩০০ টাকা হারে পুনঃনির্ধারণ করা হল। পুনঃনির্ধারণ করা এই ফি কেবল স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের ল্যাবে গিয়ে নমুনা প্রদানের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনের তথ্য মতে- ৩০০ টাকা করোনা টেস্ট ফি’র সুবিধা কেবল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্মার্ট কার্ডধারী বিদেশ গমনেচ্ছু কর্মীরাই পাবেন। সে হিসেবে অন্যান্য বিদেশগামী যাত্রীদের ক্ষেত্রে নমুনা পরীক্ষার ফি আগের নির্ধারিত দেড় হাজার টাকাই থাকছে।

পূর্ববর্তী নিবন্ধ২১ কোটি টাকার ইয়াবা পৌঁছে দিলে মিলত তিন লাখ টাকা
পরবর্তী নিবন্ধআনোয়ারায় দুই শ্রমিকের মৃত্যু আহত ৩