আগামী ২৪ ও ২৫ অক্টোবর চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউট গ্যালারী হলে বিকাল ৩টায় চিত্র শিল্পী শওকত জাহানের সভাপতিত্বে তার পরিচালিত ৭টি আর্ট স্কুলের ছাত্র–ছাত্রীদের যৌথ বার্ষিক চিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। ২দিন ব্যাপী চিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান অতিথি থাকবেন সিএমপি ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) লেয়াকত আলী খান। আলোচনায় অংশগ্রহণ করবেন সাংবাদিক চৌধুরী ফরিদ, নাছির উদ্দিন, মুহাম্মদ দিদারুল ইসলাম, নুরুল আজীম হিরু, লায়ন হুমায়ুন কবির, মো. নুরুল আবছার। অনুষ্ঠান পরিচালনায় থাকবেন শিক্ষক মো. রেজাউল আবেদীন ইউছুপ।
চিত্র প্রদর্শনী ২৫ অক্টোবর বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।