৩০০ উইকেটের মাইলফলকে রাবাদা

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২২ অক্টোবর, ২০২৪ at ১০:৫৮ পূর্বাহ্ণ

দক্ষিণ আফ্রিকার ষষ্ঠ বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৩’শ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন পেসার কাগিসো রাবাদা। গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম সেশনে ক্যারিয়ারের ৬৫ ম্যাচে ৩’শ উইকেট পূর্ণ করেন রাবাদা। টেস্টে ৩শ উইকেট নেওয়া বিশ্বের ৩৯তম বোলার হলেন রাবাদা। বাংলাদেশের ইনিংসের ১৪তম ওভারে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে বোল্ড করে ৩’শ উইকেটের মালিক হন রাবাদা। টেস্টে সবচেয়ে কম বলে ৩’শ উইকেট নেওয়ার রেকর্ড করেছেন রাবাদা। ১১৮১৭ বলে ৩’শ উইকেট শিকার করেছেন তিনি।

এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন পাকিস্তানের ওয়াকার ইউনুস। ১২৬০২ বলে ৩’শ উইকেট নিয়েছিলেন ওয়াকার। ২০১৫ সালে মোহালিতে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয় রাবাদার। তার আগে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে তিন শতাধিক বা তার বেশি উইকেট নিয়েছেন পাঁচজন বোলার। তারা সবাই পেসার।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তান ম্যাচের ভুল ভারতের বিপক্ষে করতে চান না মনিকা চাকমা
পরবর্তী নিবন্ধটি-টেন লিগে বাংলা টাইগার্সের হেড কোচ পাকিস্তানের ইউনিস খান