মহানগর বিএনপির ৩০নং ওয়ার্ডের উদ্যোগে ধানের শীষের পক্ষে প্রচারণা, বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচার এবং সদস্য পদ নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির আহবায়ক আজিজুল ইসলাম বাদল এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সৈয়দ তসলিমুর রহমান। প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ একটি নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচন দেশের গণতান্ত্রিক ধারাকে আরো সুদৃঢ় করবে এবং জনগণের অংশগ্রহণমূলক রাষ্ট্রগঠনের পথকে দৃঢ় করবে। বিএনপি সবসময় স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে কাজ করেছে এবং ভবিষ্যতেও এ পথ অব্যাহত রাখবে। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ–কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশ এখন নতুন সম্ভাবনা ও উজ্জ্বল সময়ের দিকে এগোচ্ছে। আগামী ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচন দেশের গণতান্ত্রিক ধারাকে আরও শক্তিশালী করবে এবং জনগণের আস্থা ও প্রত্যাশাকে নতুন মাত্রা দেবে। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য মশিউল আলম স্বপন, কাউছার হোসেন বাবু, খোরশেদ আলম খুরশিদ। উপস্থিত ছিলেন হাজী আমির আহাম্মদ, হাজী আলী আহাম্মদ, সিরাজ মিয়া মানু, মো. নাছির, জাহেদ, রিদুয়ান, মো. ফারুক, সেলিম, রনি, মো. শাহজাহান, কমল জ্যোতি,আবু তালিব লিটন, মোহাম্মদ নাজিম উদ্দীন, আলী, সুমন, শাহেদ, আব্দুল আহাদ, সালমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











