হোনকে সোতোকান কারাতে–দো এসোসিয়েশন এর আয়োজনে এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সার্বিক সহযোগিতায় চট্টগ্রাম রাইফেল ক্লাবে গত ১৯ ডিসেম্বর শুক্রবার ৩য় শিহান কাপ উন্মুক্ত কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের ২৫টি কারাতে ক্লাবের প্রায় পাঁচ শতাধিক প্রতিযোগী কিহন, কাতা, কুমিতে ও দলগত–কাতা এই ৪টি ডিসিপ্লিনের সর্বমোট ১৬২টি ক্যাটাগরিতে দিনব্যাপী প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতার বিচারকার্য পরিচালনা করেন ওয়ার্ল্ড কারাতে ফেডারেশন, এশিয়ান কারাতে ফেডারেশন ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের লাইসেন্সধারী বিচারকবৃন্দ। পুরো প্রতিযোগিতা পরিচালিত হয় ওয়ার্ল্ড কারাতে ফেডারেশনের অফিসিয়াল চ্যাম্পিয়নশিপ সফটওয়্যার ‘স্পোর্টসডাটা ইভেন্ট ম্যানেজমেন্ট’ এর মাধ্যমে। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশন এর সম্মানিত সভাপতি শাহজাদা আলম এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। হোনকে সোতোকান কারাতে–দো এসোসিয়েশনের সভাপতি শিহান রতন তালুকদার প্রতিযোগিতাটির চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন এবং প্রতিযোগিতার পরিচালক ছিলেন এসোসিয়েশনের টেকনিক্যাল ডিরেক্টর সেন্সি তীর্থ তালুকদার। প্রেস বিজ্ঞপ্তি।












