৩য় রাউন্ড শেষে ৩ পয়েন্ট নিয়ে ১২জন শীর্ষে

বিভাগীয় সিরিজ আন্তর্জাতিক রেটিং দাবা

| সোমবার , ১ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও এসোসিয়েশন অব চেস প্লেয়ার বাংলাদেশ (এসিপিবি) এর যৌথ ব্যবস্থাপনায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় এবং চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির সহযোগিতায় আয়োজিত “বিভাগীয় সিরিজ আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট (চট্টগ্রাম বিভাগ) এর ৩য় রাউন্ড শেষে সাকলাইন সাজিদ, ফিদে মাষ্টার আবদুল মালেক, রাকিব উল ইসলাম সাচ্চু, আহমেদ ফিরোজ, গোলাম মুস্তফা ভুইয়া, দিব্য দাশ, তানভীর আলম, ইফতেখার আলম, কাজি সাইফ, তুষিন তালুকদার ও তাসপ্রিয়া প্রিমা পুর্ন ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। গতকাল রবিবার সিজেকেএস কনভেনশন হলে অনুষ্ঠিত ৩য় রাউন্ডে খেলায় সাকলাইনসিয়ামকে, মালেকজিসানকে, মোস্তফাশাহীনুরকে,তুষিনমাঈনুদ্দীনকে,দিব্যসাইফুলকে, ফিরোজ রবিউলকে, সাইফ সরোয়ারকে, ইফতেখার আসাদুজ্জামানকে, প্রিমা এনায়েতকে, রাকিব সাচ্চু নাজিফকে, মঞ্জুররতনকে পরাজিত করে। আজ সোমবার সকাল ১০টায় ৫ম রাউন্ড ও বিকালে ৬ষ্ঠ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। ৭জন টাইটেল দাবাড়ু, ৮৪জন আন্তর্জাতিক রেটেড দাবাড়ুসহ সারাদেশের ১১৪জন দাবাড়ু এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে নারানগিরি উচ্চ বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্টে বালক দল চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধবাবর আবার শীর্ষে ফিরবে বিশ্বাস ওয়াসিম আকরামের