৩য় বর্ষে দি স্কাই লাউঞ্জ এন্ড রেস্টুরেন্ট

মেইন কোর্স, সালাদ, পিৎজাসহ প্রায় ১০ ধরনের নতুন মেনু

আজাদী অনলাইন | বুধবার , ১৭ মার্চ, ২০২১ at ৩:৫৮ অপরাহ্ণ

মেধাবী ও উচ্চশিক্ষিত তিন তরুণের স্বপ্ন প্রসূত অভিজাত রেস্টুরেন্ট ‘দি স্কাই লাউঞ্জ এন্ড রেস্টুরেন্ট’।
তিন বছর পূর্বে নগরীর গোলপাহাড় মোড়ে আটলান্টা ট্রেড সেন্টারের ৯ম তলায় এই রেস্টুরেন্টটি যাত্রা শুরু করে।
রেস্টুরেন্টের পরিবেশ, খাবারের গুণগত মান, সেবা আতিথেয়তা এবং স্বতন্ত্র স্বাদের আন্তর্জাতিক ফুড মেনুর কারণে মাত্র তিন বছর সময়েই এই রেস্টুরেন্টটি মন জয় করে নিয়েছে নগরীর ভোজনপ্রিয় মানুষের।
একই কারণে সাফল্য ছুঁয়েছেন রেস্টুরেন্টের তিন তরুণ উদ্যোক্তা।
গতকাল মঙ্গলবার (১৬ মার্চ) দি স্কাই লাউঞ্জ এন্ড রেস্টুরেন্ট উদযাপন করেছে তাদের তিন বছর পূর্তি।
এ উপলক্ষ্যে রেস্টুরেন্টের মুল মেনুতে যুক্ত হয়েছে মেইন কোর্স, সালাদ, পিৎজাসহ প্রায় ১০ ধরনের নতুন মেনু।
সন্ধ্যায় অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন মেনুর উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড কমিশনার মো. গিয়াস উদ্দিন, তিলোত্তমা চট্টগ্রামের উদ্যোক্তা এবং চিটাগাং ওমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক সাহেলা আবেদিন, লামোর ইভেন্টের উদ্যোক্তা এবং এপিক প্রপার্টিজ-এর ব্রান্ড ইনচার্জ সাদ শাহরিয়ার।
এছাড়া উপস্থিত ছিলেন দি স্কাই লাউঞ্জের তিন উদ্যোক্তা ইমরান খান, মোহাম্মদ মাসুদ এবং মোহাম্মদ মোর্শেদ। অতিথিরা কেক এবং ফিতা কেটে নতুন মেনু উদ্বোধন করেন।
স্কাই লাউঞ্জের অন্যতম উদ্যোক্তা ইমরান খান জানান, তৃতীয় বর্ষপূর্তিতে খাবারের স্বাদে ভিন্ন মাত্রা যোগ করতে পূর্বের মেনুর সাথে আরো প্রায় ১৫টি নতুন মেনু যুক্ত করা হয়েছে।
এর মধ্যে মেইন ডিশ মেনুতে যুক্ত হয়েছে জ্যামাইকান জার্ক চিকেন, গ্রীল চিকেন উইথ ক্রিমি পারকিনসন, গ্রীল চিকেন ব্রেস্ট, ওশান প্লেটার রিলোডেড। সালাদে যুক্ত হয়েছে গ্রীল চিকেন সালাদ। পিৎজাতে যুক্ত হয়েছে মিট লাভারস, চিকেন সুপ্রিমো, ওয়াইল্ড মাশরুম এবং সসেজ ব্রাস্ট।
৩য় বর্ষপূর্তি উপলক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার (১৮ মার্চ) পর্যন্ত সব মেনুতে থাকছে ২০% ডিসকাউন্ট।
এছাড়া প্রতি শুক্রবার এবং শনিবার সব ফ্লেভারের পিৎজায় ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’ অফার থাকবে মাসজুড়ে।
নগরীতে সুউচ্চ ভবনের রুফটপ লাউঞ্জে, নান্দনিক পরিবেশে বসে সবাই উপভোগ করতে পারেন স্কাই লাউঞ্জের নতুন ফুড মেনু।

পূর্ববর্তী নিবন্ধজাম্বুরি পার্কে দুইপক্ষের সংঘর্ষে যুবক নিহত
পরবর্তী নিবন্ধতিন মাস পর এক দিনে সর্বোচ্চ শনাক্ত