৩শ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত ও বিতরণ

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ১৬ আগস্ট, ২০২৩ at ৭:৩৫ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে রাজস্ব খাতের আওতায় ১ লক্ষ টাকার বরাদ্দের অনুকূলে ৪৮.৩২ একরের ৪৩টি প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে প্রায় ৩শ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করা হয়।গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন সংসদ সদস্য দিদারুল আলম। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী পরিচালনায় এক সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য দিদারুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দীন সাবেরী, মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম, প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, ডা. নুর উদ্দিন, মো.হাবিবুল্লাহ, ডা. তাহমিনা আরজু, থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ, লুৎফুন্নেসা বেগম, মোহাম্মদ নুরুচ্ছেফা, বাবলু দাশ, মো. শাহ আলম, এম.এ শহীদ ভূঁঞা, চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী, মো. নাজীম উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়াকে নির্মূল করার চক্রান্তে লিপ্ত সরকার
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীনতার কথা চিন্তা করা যেত না