সিজেকেএস–সিডিএফএ ৩য় বিভাগ ফুটবল লিগে উল্লাস ক্লাব এবং রাউজান উপজেলা ক্রীড়া সংস্থা নিজ নিজ খেলায় জিতেছে। গতকাল শুক্রবার সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় উল্লাস ক্লাব ২–১ গোলে সন্দ্বীপ উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে শরীফ উদ্দিন এবং সাখাওয়াত হোসেইন গোল করেন। বিজিত দলের জাহিদ হাসান একটি গোল করেন।
দিনের দ্বিতীয় খেলায় রাউজান উপজেলা ক্রীড়া সংস্থা ৩–২ গোলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি (সাদা)কে পরাজিত করে। রাউজানের পক্ষে একাই তিন গোল করেন সাদ জাফরি। অন্যদিকে বন্দরের পক্ষে গোল করেন ইয়াস।
সিজেকেএস–সিডিএফএ তৃতীয় বিভাগ ফুটবল লিগে আজকের প্রথম খেলায় অংশ নেবে রাইজিং স্টার জুনিয়র বনাম লিটল ব্রাদার্স। খেলাটি শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে। দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে গোসাইলডাঙ্গা যুবগোষ্ঠী বনাম রিজেন্সী স্পোর্টস ক্লাব। এ খেলাটি সকাল ১১টা ৩০ মিনিটে শুরু হবে। দু’টি খেলাই অনুষ্ঠিত হবে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে।












