৩য় বিভাগ ফুটবল লিগে আজ ও আগামীকালের খেলা স্থগিত | বুধবার , ২৯ মে, ২০২৪ at ৮:০৯ পূর্বাহ্ণ সিজেকেএস সিডিএফএ ৩য় বিভাগ ফুটবল লিগের আজ ২৯ মে ও কাল ৩০ মে তারিখের খেলাসমূহ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে। উক্ত খেলাসমূহ আগামী ৩১ মে বডিলি শিফট হয়ে পরবর্তীতে অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি