৩য় বিভাগ ফুটবল লিগের ফলাফল

| মঙ্গলবার , ৪ জুন, ২০২৪ at ১১:২৫ পূর্বাহ্ণ

সিজেকেএস সিডিএফএ ৩য় বিভাগ ফুটবল লিগে গতকাল সোমবার দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত দিনের ১ম খেলায় রিজেন্সী এস সি ৩০ গোলে লিটল ব্রাদার্সকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে মিফতাহুল ইসলাম আলভি ২টি এবং নজরুল ইসলাম হৃদয় ১টি গোল করেন। দিনের দ্বিতীয় খেলায় আবদুস সোবহান ফুটবল দল ০০ গোলে পাথরঘাটা দুর্বার সাংস্কৃতিক গোষ্ঠীর সাথে ড্র করে।

পূর্ববর্তী নিবন্ধচিকিৎসা নিয়ে দেশে সাবিনা কেমন আছেন শিল্পী?
পরবর্তী নিবন্ধরিজেন্সি স্পোর্টস ক্লাবের ফুটবল কমিটি গঠন