৩য় বিভাগ ফুটবলে কল্লোল গ্রীন ও সিটি টাইগারের জয়

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২৯ জুলাই, ২০২৪ at ১০:৫৯ পূর্বাহ্ণ

সিজেকেএসসিডিএফএ ৩য় বিভাগ ফুটবল লিগের সুপার ফোর পর্বে জয় পেয়েছে কল্লোল সংঘ গ্রীন এবং সিটি টাইগার দল। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ পর্বের প্রথম খেলায় কল্লোল সংঘ গ্রীন ২১ গোলে আলোর ঠিকানাকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে মেজবাহ এবং আসিন ১টি করে গোল করেন। বিজিত দল আলোর ঠিকানার পক্ষে আলিফ জাহান ১টি গোল করেন। একই মাঠে দিনের দ্বিতীয় খেলায় সিটি টাইগার ২১ গোলে রিজেন্সী স্পোর্টসকে পরাজিত করে। সিটি টাইগারের পক্ষে ইসলাম ও মুনতাসির ১টি করে গোল করেন। রিজেন্সী স্পোর্টসের পক্ষে সাবিদ গোল করেন।

পূর্ববর্তী নিবন্ধজেলা পরিষদ ভবন পরিদর্শনে ইঞ্জিনিয়ার মোশাররফ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বঙ্গবন্ধু ফুটবলের সেমিফাইনালে সরফভাটা, চন্দ্রঘোনা, বেতাগী ও রাজানগর