২ লাখ ৬০ হাজার ইয়াবা জব্দ

উখিয়ায় পৃথক অভিযান

উখিয়া প্রতিনিধি | শনিবার , ৪ জুন, ২০২২ at ৪:৪৮ পূর্বাহ্ণ

উখিয়ায় ২ লাখ ৬০ হাজার ইয়াবাসহ ছাব্বির আহাম্মদ (৪৫) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে উখিয়ার কোটবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ছাব্বির উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম বড় বিল গ্রামের মৃত মোজাহের মিয়ার ছেলে। এ সময় তার অন্য সহযোগী রত্নাপালং ইউনিয়নের রেজুপাড়া গ্রামের নুরুল ইসলাম মুনিয়া (২৫) পালিয়ে যায়। এসব তথ্য নিশ্চিত করেন কক্সবাজারের সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন।

অন্যদিকে উখিয়ার বালুখালী বিওপি বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ইয়াবা জব্দ করেন। কক্সবাজার ব্যাটালিয়ানের ৩৪ বিজিবি অধিনায়ক মো. মেহেদী হোসাইন কবির বলেন, উখিয়ার সীমান্ত থেকে ৪’শ গজ অভ্যন্তরে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা গুলি বর্ষণ করে। এ সময় বিজিবিও পাল্টা গুলি ছুড়ে। একপর্যায়ে মাদক পাচারকারীরা পিছু হটে নাফ নদী সাঁতরিয়ে মিয়ানমার পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১ লাখ ইয়াবা জব্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচলাচলের রাস্তা নিয়ে প্রতিপক্ষের হামলা নারীসহ আহত ৭
পরবর্তী নিবন্ধনিলামে তোলা কার্নেট গাড়ির পরিদর্শন শুরু হচ্ছে কাল