প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে চট্টগ্রাম জেলায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা (ভাইভা) আগামী ১৪ জুন থেকে শুরু হচ্ছে। চলবে ১৬ আগস্ট পর্যন্ত। হিসেবে দুই মাসব্যাপী এ মৌখিক পরীক্ষা নেয়া হবে চট্টগ্রামে। চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতিদিন সকাল সাড়ে ৯টায় ভাইভা অনুষ্ঠিত হবে। রোল নম্বর অনুযায়ী নির্ধারিত প্রার্থীদের যথাসময়ে সেখানে উপস্থিত থাকতে হবে। এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রামের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম আজাদীকে বলেন, চট্টগ্রামে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৮৮১ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরাই মৌখিক পরীক্ষা অংশ নেবেন। দিনে একশজন প্রার্থীর ভাইভা নেয়া হবে। শুক্রবার ও সরকারি ছুটির দিন বাদ দিয়ে প্রায় প্রত্যেক দিনই ভাইভার সিডিউল রাখা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী ১৬ আগস্ট ভাইভা শেষ হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মৌখিক পরীক্ষার সময়সূচি চূড়ান্তের পর এরই মাঝে প্রার্থীদের ঠিকানায় ডাকযোগে ভাইভা কার্ড পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তবে সময় কম থাকায় প্রথম ৩ দিনের (১৪ থেকে ১৬ জুন) প্রার্থীদের ভাইভা কার্ড যথাসময়ে পৌঁছানো নিয়ে কিছুটা সংশয় রয়েছে, যার কারণে ১৪ থেকে ১৬ জুন অনুষ্ঠেয় ভাইভায় নির্ধারিত রোলনম্বরধারী প্রার্থীদের মোবাইল কল বা খুদেবার্তায় মৌখিক পরীক্ষার বিষয়ে জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। তিনি বলেন, অন্যরা যথাসময়ে ভাইভা কার্ড পেয়ে যাবেন বলে আমরা আশা করছি। এরপরও কোনো প্রার্থী যদি ভাইভা কার্ড না পেয়ে থাকেন, তাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগাযোগের পরামর্শ দিয়েছেন তিনি। উল্লেখ্য, প্রাথমিকের সহকারী শিক্ষক পদে চট্টগ্রামে ৫৪ হাজার ৮৯৪ জন প্রার্থী আবেদন করেন। ২২ এপ্রিল চট্টগ্রামসহ দেশের ২২ জেলায় প্রথম ধাপে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় চট্টগ্রামে অংশ নেন ৩৪ হাজার ৪৮৬ জন প্রার্থী। এর মধ্য থেকে ৪ হাজার ৮৮১ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। ১২ মে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।