২ মার্চ জাতীয় পতাকা দিবস ঘোষণার দাবি জানিয়ে মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। সম্প্রতি চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে পতাকাটি তুলে দেওয়া হয়। সেই প্রেক্ষিতে ৩ মার্চ স্বাধীনতার ঘোষণাপত্র, ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ, ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ঘোষণা দেওয়া হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন জেএসডি চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম জিলানী।
বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ডা. জবিয়ুল হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সরোয়ার আজম আরজু, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক ইসহাক উদ্দিন চৌধুরী, নাগরিক ঐক্যের সমন্বয়ক সোহরাব হোসেন, জাতীয় পার্টির এডভোকেট জাহেদুল ইসলাম, আবদুল মালেক গাজী, মাস্টার রফিকুল ইসলাম, দিদারুল আলম দিদার, আবদুল মাবুদ, আবু তাহের প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।