২ মার্চ চট্টগ্রামে প্রথম পাকিস্তানের পতাকায় আগুন দেয়া হয়

মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের সভায় বক্তারা

| বুধবার , ৩ মার্চ, ২০২১ at ১২:৩৫ অপরাহ্ণ

১৯৭১ সালের ১ মার্চ পাকিস্তানের সামরিক জান্তা ইয়াহিয়া খান হঠাৎ করেই সংসদ অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেন। এই ঘোষণার পর বাঙালির স্বাধীনতার আন্দোলন দাবানলের মতো বিস্ফোরিত হতে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এদিন প্রতিবাদী জনসভা আয়োজন করে ছাত্রলীগ। ২ মার্চ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্রজনতার সমাবেশে স্বাধীনতার পতাকা উত্তোলন করা হয়। কিন্তু একইদিন চট্টগ্রামেই প্রথম পাকিস্তানের পতাকায় আগুন দেয়া হয়। গতকাল মঙ্গলবার মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
সংগঠনের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে বিজয় মেলা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ ইউনুচের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরুল হক (বীর প্রতীক), মুক্তিযোদ্ধা কমান্ডর মাহাবুবুল আলম, বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ দস্তীদার, নগর আওয়ামী লীগ নেতা সৈয়দ মাহমুদুল হক, সাইফুর রহমান স্বপন, শরফুদ্দীন চৌধুরী রাজু, আলী রেজা পিন্টু, নূরুল আজিম রনি, একরামুল হক রাসেল।
সভায় আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের নূরুল আবচার, নাছির উদ্দীন শামীম, মেজবাহুল ইসলাম, আজিজুর রহমান, মোহাম্মদ সুমন, শাহাজাদা চৌধুরী, তানভীর মেহেদী মাসুদ, আরিফ হোসেন, মায়মুন উদ্দীন মামুন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে স্মার্টকার্ড বিতরণ শুরু
পরবর্তী নিবন্ধইউপি চেয়ারম্যান আবদুল হক মিঞার মৃত্যুতে শোক প্রকাশ