রাঙ্গুনিয়ার সাবেক এমপির গাছ কেটে নিয়ে যাওয়ার ঘটনায় প্রায় দুই বছর পর যুবলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে সাবেক সংসদ সদস্য মো. নজরুল ইসলাম বাদী হয়ে উপজেলা যুবলীগ নেতা আল হেলাল পুতুল সিকদারসহ ৪ জনকে বিবাদী করে রাঙ্গুনিয়া থানায় অভিযোগটি করেন।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা যুবলীগ নেতা আল হেলাল পুতুল সিকদারসহ আরো কয়েকজন বিগত আওয়ামী লীগ সরকারের সময় চাঁদাবাজি, জবরদখল থেকে শুরু করে নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতো। ভুক্তভোগী রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান। সাবেক এমপি ও তার পরিবার শহরে থাকতেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় ও গ্রামের বাড়িতে কেউ না থাকায় খালি জায়গা ও সম্পত্তির ওপর অভিযুক্তদের নজর পড়ে। থানার পাশে হওয়ার কারণে খালি জায়গা দখল করতে না পারলেও সেই সময়ে সাবেক এমপি’র কাছে চাঁদা দাবি করে আসছিল অভিযুক্তরা। তাদের দাবি না মানার কারণে ২০২২ সালের ২৩ অক্টোবর সকালে গ্রামের বাড়ি রাঙ্গুনিয়া পৌরসভার সৈয়দবাড়ি এলাকায় পুতুল সিকদার দেশীয় অস্ত্র নিয়ে দলবল সহকারে মূল্যবান গাছ কেটে নিয়ে যান। এ ব্যাপারে ভুক্তভোগী সাবেক এমপি মো. নজরুল ইসলাম জানান, তারা বিগত সরকারের দলীয় ক্যাডার হওয়ার কারণে তখন থানা মামলা নেয়নি। তাই দেরি হয়েছে।
অভিযুক্ত পুতুল সিকদার গাছ কাটার অভিযোগ অস্বীকার করে বলেন, সরকার পরিবর্তনের পর তাকে ফাঁসাতে এসব অভিযোগ করছে।
রাঙ্গুনিয়া থানার ডিউটি অফিসার এসআই জাহাঙ্গীর আলম বলেন, অভিযোগটি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।