২ ফেব্রুয়ারির জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে হবে

পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডে মুহাম্মদ শাহজাহান

| শুক্রবার , ৩০ জানুয়ারি, ২০২৬ at ৬:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১১ আসনের ২৮ নম্বর পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডে গণসংযোগ ও নির্বাচনি প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় আগ্রাবাদ এলাকায় আয়োজিত এ গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, গণভোটে ‘হ্যাঁ’ কে বিজয়ী করুন। আগামী ২ ফেব্রুয়ারির জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। তিনি জানান, আগামী ২ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর আমিরের চট্টগ্রাম আগমন উপলক্ষে ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই জনসভা চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে একটি নতুন দিগন্তের সূচনা করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। সদরঘাট থানা আমির আব্দুল গফুরের সভাপতিত্বে এ গণসংযোগে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। বক্তব্য দেন, মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম১০ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী এবং চট্টগ্রাম১১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ শফিউল আলম, মহানগর দক্ষিণের ছাত্রশিবিরের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন, সদরঘাট থানা সেক্রেটারি সরওয়ার জাহান সিরাজী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযুবকদের সঠিক অংশগ্রহণেই শিক্ষার উত্তরণ ও উন্নয়ন নিশ্চিত
পরবর্তী নিবন্ধআইআইইউসির ৬ষ্ঠ সমাবর্তন কাল