২ নম্বর গেটে বাসচাপায় কলেজ ছাত্রীর মৃত্যু

আজাদী প্রতিবেদন | সোমবার , ১ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:০০ পূর্বাহ্ণ

বাসচাপায় নগরের ২ নম্বর গেট এলাকায় এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে । তার নাম তানজিবা সাইফুল তিশমা। গতকাল রোববার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তানজিবা নগরের মুরাদপুর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তিনি বোয়ালখালী উপজেলার কধুরখীলের মো. সাইফুল ইসলামের একমাত্র মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, রিকশা করে যাচ্ছিলেন তিশমা। এসময় দ্রুতগতির একটি বাস ওই রিকশাকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে যান তিশমা এবং বাসটি চাপা দেয় তাকে। পরে পথচারীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে তিশমার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন বাবা সাইফুল ইসলামসহ পরিবারের সদস্যরা। আহাজারি করতে দেখা যায় তাদের।

জানা গেছে, তিশমা নগরের হাজী মুহাম্মদ মহসিন কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। এছাড়া নগরের ২ নম্বর গেট এলাকায় ইংলিশ প্যাক নামের একটি প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরি করতেন।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধবন্ধুর ছুরিকাঘাতে নগরে যুবক খুন