২ নম্বর গেটে ফুটওভার ব্রিজের ভিত্তি স্থাপন

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:১০ পূর্বাহ্ণ

নগরের ২ নম্বর গেটে ফুটওভার ব্রিজ নির্মাণ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। গতকাল মঙ্গলবার সকালে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মেয়র রেজাউল করিম চৌধুরী। এসময় তিনি বলেন, দেয়া আড়াই হাজার কোটি টাকার প্রকল্পের আওতায় পুরো নগরের যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। এ প্রকল্পের আওতায় ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে।

তিনি বলেন, বর্তমানে সড়ক দুর্ঘটনায় হতাহত কমানো এক বড় চ্যালেঞ্জ। এজন্য নগরীজুড়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ফুটওভার ব্রিজ গড়ে তুলছি। তবে সড়ক দুর্ঘটনা কমাতে চাই জনসচেতনতা। জনগণ ফুটওভারব্রিজ ব্যবহার করলে, নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালালে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা কমানো সম্ভব হবে।

এসময় উপস্থিত ছিলেন চসিকের কাউন্সিলর মো. মোরশেদ আলম ও জোবাইরা নার্গিস খান, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনিরুল হুদা, . মাসুম চৌধুরী, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিপ্লব দাশ, মো. শাহিনুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আবু ছিদ্দীক ও রিফাতুল করিম।

পূর্ববর্তী নিবন্ধজেসিআই বাংলাদেশ টয়োপ পুরস্কার দেওয়া হবে ১৩ অক্টোবর
পরবর্তী নিবন্ধ‘দাদা সাহেব ফালকে’ সম্মান পাচ্ছেন ওয়াহিদা রহমান