হালদা নদীতে নৌ পুলিশ বিগত দুই দিন দিবাগত রাতে অভিযান পরিচালনা ২১ হাজার মিটার অবৈধ চরঘেরা জাল জব্দ করেছে। হালদা নদীর রামদাস মুন্সির নৌ পুলিশ অস্থায়ী ক্যাম্পের পুলিশ অভিযান পরিচালনা করে এসব জাল জব্দ করেছে। গত রোববার ও শনিবার দিবাগত রাত থেকে ভোর রাত পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। নদীর রামদাস মুন্সিরহাট থেকে নাঙ্গলমোড়া ভাঙা পোল ও ছিপাতলী আলমের কুম পর্যন্ত অভিযান পরিচালনা করে জালগুলো জব্দ করা হয়। জব্দকৃত জালের মূল্য আনুমানিক ৮ লক্ষাধিক টাকা। জব্দকৃত জাল গুলো পুলিশ ক্যাম্প এলাকায় আগুনে পুড়ে ধ্বংস করা হয়। অভিযান পরিচালনাকারী হালদা নদীর নৌ পুলিশ রামদাস মুন্সিরহাট নৌ পুলিশের ইনচার্জ এ এস আই মোহাম্মদ রমজান আলী জানান, রোববার দিবাগত রাত ও শনিবার দিবাগত রাত থেকে ভোর রাত পর্যন্ত তিনি সংগীয় ফোর্স নিয়ে নদীর রামদাস মুন্সিরহাট থেকে নাঙ্গলমোড়া ভাঙা পোল ও ছিপাতলী আলমের কুম পর্যন্ত একটানা অভিযান পরিচালনা করে ২১ হাজার মিটার অবৈধ চরঘেরা জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের মূল্য ৮ লক্ষাধিক টাকা। জব্দকৃত জাল গুলো রাউজান উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন ফাহিমের নির্দেশে নৌ পুলিশ সদরঘাট থানা ও সি মো. মিজানুর রহমানের উপস্থিতিতে নৌ পুলিশের ক্যাম্প এলাকায় আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে। তিনি হালদা নদীর জীব বৈচিত্র্য ও মাছ রক্ষায় এই অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।











