লোহাগাড়ায় বন্যপ্রাণী অভয়ারণ্যে ২ একর জবরদখলকৃত বনভূমি উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের বনপুকুর হাসানকাটা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে সরকার পতনের পর স্থানীয় কিছু ভূমিদস্যু রাতের আঁধারে বাঁশের তৈরি টিন ও পলিথিন দিয়ে ৭টি ঘর নির্মাণ করে। পরে অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মিত স্থাপনাগুলো উচ্ছেদ পূর্বক জবরদখল মুক্ত করা হয়েছে। ইতোপূর্বে উক্ত হাসানকাটা এলাকায় অবৈধভাবে নির্মিত আরো ৪টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা নুর জাহান জানান, অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ পূর্বক জবরদখলমুক্ত বনভূমির পরিমাণ প্রায় ২ একর। বনবিভাগের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
উচ্ছেদ অভিযানে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে এবং বিট কর্মকর্তার সহযোগিতায় রেঞ্জ–বিটের সকল স্টাফ, স্থানীয় পরিবেশকর্মী, সিএমসি ও সিপিজির সদস্যরা উপস্থিত ছিলেন।