আগামী ২৯ মার্চ আংশিক সূর্যগ্রহণ। তবে গ্রহণটি বাংলাদেশের আকাশে দেখা যাবে না। আবহাওয়া অফিসের উপ–পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ আবদুর রহমান খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, উত্তর আমেরিকা, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর আটলান্টিক মহাসাগর, ইউরোপ এবং উত্তর পশ্চিম রাশিয়া অঞ্চলে গ্রহণটি দৃশ্যমান হবে। খবর বাংলানিউজের।
পর্তুগালের নোভা সিন্ট্রা দ্বীপ থেকে উত্তর পশ্চিম দিকে উত্তর আটলান্টিক মহাসাগরে গ্রহণটি শুরু হবে স্থানীয় সময় ২৯ মার্চ ৬ টা ১ মিনিট ৯ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ হবে কানাডার কুইবেক প্রদেশের প্যাপিট শহরের উত্তর পশ্চিমে ৫টা ৩৮মিনিটি ৩৪ সেকেন্ডে। গ্রহণটি শেষ হবে রাশিয়ার নিনেৎস্কি জেলার উত্তর–পূর্বে সন্ধ্যা ৬ টা ৪৭ মিনিট ১৬ সেকেন্ডে।