দীর্ঘ ২৯ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন হাটহাজারী উপজেলার চাঞ্চল্যকর হত্যা মামলার এক আসামি। তবে শেষ রক্ষা হলো না। অবশেষে রাঙ্গুনিয়ায় পালিয়ে থাকা অবস্থায় র্যাব–৭ এর অভিযানে গ্রেপ্তার হলেন তিনি। তার নাম মো. ইব্রাহিম প্রকাশ বাবুল প্রকাশ বুলক্যা, হাটহাজারী উপজেলার বারিয়া খোলা এলাকার সিরাজুল হকের ছেলে।
র্যাব সূত্র জানায়, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে উপজেলার দক্ষিণ নিশ্চিতপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ইব্রাহিম জানায়, সে গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ২৯ বছর চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হাটহাজারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে হাটহাজারী থানার ওসি আবু কাওসার মোহাম্মদ হোসেন বলেন, সন্ধ্যার দিকে তাকে থানায় হস্তান্তর করেছে র্যাব। তার বিরুদ্ধে হত্যাসহ দুটি মামলার পরোয়ানা রয়েছে। আগামীকাল (আজ সোমবার) সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।